এই ঘটনাটা ঘটেছে 7 week ago
হবিগঞ্জে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি
হামলা এবং লুট

হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার ঐতিহ্যবাহী আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে অস্ত্র ঠেকিয়ে লুটের ঘটনা ঘটেছে। লুটকারীরা দোকানে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে কয়েক লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ ঘটনায় অসিম চন্দ্র দাশ নামে দোকান কর্মচারী আহত হয়েছে। 

শুক্রবার দিবাগত ভোর রাতে আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারে এ ঘটনা ঘটে বলে। আদি গোপাল মিষ্টান্ন ভান্ডারের কর্মচারি অসিম দাশ জানান, ভোর রাতে ৬/৭ জন অস্ত্রধারী টিনের চাল কেটে দোকানে প্রবেশ করে। এসময় দোকানের ভিতর ঘুমিয়ে থাকা কর্মচারিদের অস্ত্র টেকিয়ে ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও মূল্যবান জিনিসিপত্র লুট করে নিয়ে যায়। লুটকারী দলের সবাই কালো পোষাক পরিহিত ছিল। প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র ছিল। 

দোকানের মালিক রূপক দাশ জানান, ক্যাশে দূর্গা পূজা উপলক্ষে কর্মচারিদের বেতন-বোনাসসহ নগদ কয়েক লাখ টাকা ছিল। আজ (শনিবার) কর্মচারিদের বেতন বোনাস পরিশোধ করার কথা ছিল। এদিকে, এ ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ও ব্যবসায়ি সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আশেপালে আরো অনেক দোকান থাকলেও ডাকাতরা শুধুই গোপাল মিষ্টান্ন ভান্ডার টার্গেট করে। দোকানের মালিক জানান সংখ্যালগু হিন্দু হওয়ায় তাদের দোকান টার্গেট করে ‍দুবিত্তরা।